ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ীর ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সানা, ফিংড়ীর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রকিব ঢালী, সাবেক ইউপি সদস্য কৃষ্ণপদ সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় দাশ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবা উদ্দীন টপি, যুগ্ম আহবায়ক আজমীর হোসেন বাবু প্রমুখ। আলোচনা সভায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।