ডিসেম্বর ২০, ২০১৮
যুদ্ধাপরাধীদের বাংলায় কোন স্থান নেই: নারায়ণ চন্দ্র চন্দ
আশরাফুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা): খুলনা- ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে মহাজোট প্রার্থী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, মানুষের ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ হয়েছে। ছলচাতুরি ও বাহানা করে উন্নয়নের ধারাকে রোধ করা যাবে না। বাংলার মানুষ জেগে উঠেছে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য। অবহেলিত মানুষের স্বপ্নগুলোকে পূরণ করে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবেন তিনি। বিজয়ের এই মাসেই যুদ্ধাপোরাধীদের বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। তাদের বাংলায় কোন স্থান নেই। এলাকাবাসীকে আগামী ৩০ ডিসেম্বর তারিখে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকালে ডুমুরিয়ার বরুণা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 8,667,739 total views, 3,063 views today |
|
|
|