সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী মমতাজুন নাহার ঝর্ণার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে জেলা মহিলা আওয়ামী লীগ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মিসেস রিফাত আমিন। আরও বক্তব্য রাখেন, প্রয়াত মমতাজুন নাহার ঝর্ণার মেঝো মেয়ে মিঠুন, জেলা মাহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ-উর-রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক হারুণ আর রশিদ প্রমুখ।
বক্তারা মমতাজুন নাহার ঝর্ণার স্মৃতিচারণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মনোয়ারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সামাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান।