ডিসেম্বর ৭, ২০১৮
ফিংড়ী আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের আলোচনা সভা
জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন থেকে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, জাহিদুল আনোয়ার, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা প্রভাষক ফিরোজ আহম্মেদ টুটুল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, এডিএস প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, সদস্য সমীর ঘোষ, সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আজাদ হোসেন, কৃষকলীগের সভাপতি গোবিন্দ দাশ, ছাত্রলীগের সভাপতি খান ইমরানসহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। 8,878,732 total views, 6,680 views today |
|
|
|