জুলাই ৩০, ২০১৮
কথা বলতে মানা আছে- কী করবেন সাংবাদিক ?
পলাশ আহসান লেখাটি শুরু করতে চাই, নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে। এক বক্তৃতায় তিনি বলেছিলেন, “গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করলে সেখানে দুর্ভিক্ষ হয় না।” তৃৃতীয় বিশ্বের দেশগুলোর দারিদ্র্য নিয়ে গবেষণার পর এই বোধ প্রকাশ করেছিলেন তিনি। একজন সাংবাদিক হিসেবে আমিও বলতে চাই গণমাধ্যম যদি ঠিকঠাক কথা বলতে পারে, শুধু দুর্ভিক্ষ কেন, যে কোন দুর্যোগ, তা সে প্রাকৃতিক বা কৃত্রিম যাই হোক, তা থেকে রক্ষা পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা তৈরি হয়। 8,551,979 total views, 2,585 views today |
|
|
|