আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
আশাশুনি থানার পিএসআই (নি:) আব্দুর রাজ্জাক জানান, সোমবার (১৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে আশাশুনি সদর ইউনিয়নের শবদলপুর গ্রামের হাজরাতলা কালিমন্দির এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় শরিফুলকে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাসি করে একুশ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শরিফুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ১০(১১)১৮ নং মামলা করে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।