আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পদের নির্র্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ।
নির্বাচনে রত্নেশ্বর কুমার মন্ডল ৫ ভাট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লিপঙ্কর গাইন পেয়েছেন ৪ ভোট।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কালীপদ সরকার, শিক্ষক প্রতিনিধি শিখা রাণী সরকার, উদয় কৃষ্ণ মন্ডল, অভিভাবক সদস্য নিখিল বৈরাগী, হাসান মোল্যা, সমীরণ গাইন, রতন সানা ও সোনালী সরকার।