নভেম্বর ৫, ২০১৮
শ্যামনগরে উন্নত চুলা বিষয়ক কর্মশালা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে উন্নত চুলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে খ্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর আয়োজনে উন্নত চুলার মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডলের সভাপতিত্বে ও সিসিডিবিএর মনিটরিং কর্মকর্তা দানেশ আলী মন্ডলের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মনিটরিং অ্যান্ড ভ্যালুয়েশন কর্মকর্তা জয়ন্ত ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের এলাকা সমন্বয়কারী আকতারুজ্জামান শিকদার, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুর আলী প্রমুখ। 8,878,832 total views, 6,780 views today |
|
|
|