কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বাংলার কোন কৃষক এখন আর বঞ্চিত নয়, কৃষি উন্নয়নের আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী প্রমুখ।
অনুষ্ঠানে রবি/২০১৮-১৯ মৌসুমে বোরো, সরিষা, ভূট্টা, বিটি বেগুন এবং গ্রীষ্মকালিন তিল ও গ্রীষ্মকালিন মুগ চাষের প্রণোদনা কর্মসসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ২২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।