নভেম্বর ২, ২০১৮
স্মৃতি চারণ: কলারোয়ার মমতাজনগর এক নতুন বাংলাদেশ সুভাষ চৌধুরী
কলারোয়ার বোয়ালিয়া আমার বহু পরিচিত একটি গ্রাম। সোনা ফলা এই গ্রামের মাঠভর্তি হলুদ সরষে ফুলের মনমাতানো নাচন। চারদিকে মৌমাছির মৌ মৌ গান। ফসলে ভরে ওঠা মাঠ। লকলক করা সবুজ সবজিতে ঠাঁসা গ্রাম। মাঠে কৃষক কাজ করছেন আপন মনে। বাড়িতে বাড়িতে হাঁস মুরগী গবাদি পশুর অভয়ারণ্য। মাঠে চরছে গরু। রাখাল বাজায় বাঁশী। গ্রামের মধ্য দিয়ে সরু পথ চলে গেছে দূরে বহুদূরে। বাড়ির আঙিনায় ছোট ছোট বাগান। নারকেল সুপারি আম কাঁঠাল গাছে ঠাঁসা। আছে বাঁশের ঝাড়। নিকটেই ভারতীয় সীমান্ত। কাঁটাতারের বেড়া ঘেরা এই সীমান্ত একদিন মুক্তিযোদ্ধারা তছনছ করে দিয়ে পাকিস্তানি বাহিনীকে হঠিয়ে দিয়েছিল। এ অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধাদের। সে ইতিহাস একাত্তরের। কিন্তু বোয়ালিয়া গ্রামকে আমি দেখেছি এক নতুন রূপে। মনে হয়েছে এ এক অন্য বোয়ালিয়া। অন্য এক বাংলাদেশ। নতুন বাংলাদেশ। যে বাংলাদেশ আমাকে সব সময় হাতছানি দেয়। 8,549,144 total views, 16,476 views today |
|
|
|