আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গবাদি পশুর খাবার উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জনকে নিয়ে দুদিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরেশ চন্দ্র দাশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।