অক্টোবর ৩১, ২০১৮
জাতীয় যুব দিবস ২০১৮: জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ মো. আব্দুল কাদের
আজ ১ নভেম্বর, জাতীয় যুব দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘জেগেছে যুব, গড়বে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ যুব সমাজের উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা ও কর্মক্ষমতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর কাল পরিক্রমায় যুব সম্প্রদায়ই এনেছে পরিবর্তনের নতুন ধারা। সময়ের ¯্রােতধারায় আধুনিক বিশ্বের সঙ্গে সেতুবন্ধন গড়েছে যুবসমাজ। তাই বিশিষ্টজনেরা যুবদের মাঝেই খুঁজে পেয়েছেন অমিত সম্ভাবনার পথ। রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে যুব সম্প্রদায়কে সম্ভাবনার ক্ষেত্র হিসেবে কাজে লাগানোর তাগিদ করেছে বোদ্ধামহল। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের তথ্য প্রতিবেদনে বাংলাদেশের যুব সম্প্রদায়কে অফুরন্ত সম্ভাবনার উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। যুব সমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে। একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমÐল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহণকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রæতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠী। দেশের অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 8,548,472 total views, 15,804 views today |
|
|
|