অক্টোবর ৩০, ২০১৮
দস্যুমুক্ত হচ্ছে সুন্দরবন, সুদিনের আশায় উপকূলের জেলেরা
আহসানুর রহমান রাজীব: কিছুদিন আগেও সুন্দরবনে বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দস্যুরা। মুক্তিপণের টাকা দিতে দেরি হলে তাদের ওপর চালানো হত অমানুষিক নির্যাতন। বনজীবীদের এই দস্যুদের হাত থেকে মুক্তি দিতে সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণের সুযোগ দেয় সরকার। এর পর গেল দুই বছরে আত্মসমর্পণ করেছে প্রায় আড়াইশ’ জলদস্যু। জমা পড়েছে তিন শতাধিক আগ্নেয়াস্ত্রসহ দুই হাজার গুলি। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) বাগেরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে র্যাবের কাছে আত্মসমর্পণ করবে আরও কয়েকটি দস্যু বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে যুক্ত হয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করবেন। এ ঘোষণার মধ্য দিয়ে সুন্দরবন অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এলাকার জেলেরা নির্ভয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। 8,882,161 total views, 1,562 views today |
|
|
|