নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের (এনজিএফ) উদ্যোগে দিনব্যাপী মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এনজিএফ এর ট্রেনিং সেন্টারে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেন উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা। অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সমৃদ্ধি কর্মসূচির (ইপিসি) এইচএম মামুনুর রশীদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির ইডিওবৃন্দ।
8,802,507 total views, 8,752 views today