সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: ১৪তম গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সাতক্ষীরার তরুণ ক্রীড়াবিদ মো. জায়মুল হাসান অপু ও কৃষ্ণ ম-ল। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৪তম গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে। এবারের আসরে সাতক্ষীরা জেলা থেকে মো. জায়মুল হাসান (অপু) ২০০ ও ৪০০ মিটার স্পিন্ট দৌড়ে ও কৃষ্ণ ম-ল লং জাম, ত্রিপুলজামে ( লাফ- ধাপ- ঝাপ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
টিম ম্যানেজার কাজী কামরুজ্জামান বলেন, এবছর আমাদের সাতক্ষীরা জেলা থেকে দুটি ছেলে অংশ নেবে। আমি আশা রাখি তারা প্রতিযোগিতায় ভাল করবে। তাদের জন্য সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চাচ্ছি। বৃহস্পতিবার সকাল ৭টায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।