কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় যুবদলের এককর্মী সমাবেশ সীমান্তবর্তী চান্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহŸায়ক তাওফিকুর রহমান সঞ্জু। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাÐ আরও বেগবান করার আহŸান জানান নেতৃবৃন্দ। সমাবেশে চন্দনপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়। চন্দনপুর ইউনিয়ন যুবদলের আহŸায়ক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, মেহেদি হাসান রাজু, রুহুল আমিন খোকন, আসাদুজ্জামান আসাদ, আশরাফুজ্জামান বাবু, সজীব হোসেন, লিয়াকত হোসেন, পলাশ হোসেন, আজহারুল ইসলাম, আবু তাহের, ওমর ফারুক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জিএম শফিউল আলম শফি।