শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা রিপোর্টার্স ক্লাবে সিডিও ইয়ুথ টিমের নির্বাহী সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, বারসিক কর্মকর্তা এবং সিডিও’র সভাপতি গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের নির্বাহী সদস্য যথাক্রমে সাংবাদিক আব্দুল আলীম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক নয়ন, সাংবাদিক রবিউল ইসলামসহ প্রমুখ। সমন্বয় সভায় আগামী নভেম্বরের মধ্যে সিডিও ইয়ুথ টিমের সকল ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
8,807,401 total views, 13,646 views today