ডিসেম্বর ১৮, ২০২৪
পাটকেলঘাটায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
পাটকেলঘাটা প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ২০২৪ সালের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশে একযোগে শুরু হওয়া মেধা যাচাই পরীক্ষায় তালা উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১শ’ ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ, আল-ফারুক আদর্শ একাডেমী, সোনামনি কিন্ডার গার্টেন, কুমিরা কিন্ডার গার্টেন, খলিষখালী প্রি-ক্যাডেট স্কুল। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ। কেন্দ্র পরিচালক পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ এর অধ্যক্ষ দীলিপ ভট্টাচার্য্য জানান, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে আনন্দে পরীক্ষা দিতে পারে সেই আলোকে আজকে কোন রকম সমস্যা ছাড়াই সু-শৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী কোন রকম সমস্যা ছাড়াই সকল পরীক্ষা শেষ করতে পারব। 8,743,917 total views, 4,259 views today |
|
|
|