ডিসেম্বর ১৮, ২০২৪
ছয়ঘরিয়ায় মৎস্য পুকুরে বিষ দিয়ে লক্ষ্যধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে মৎস্য পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছয়ঘরিয়া মাধবকাটি,গ্রামের মৃত মান্দার সরদার এর পুত্র আলম সরদার বাদী হয়ে একই এলাকার গফ্ফার খোকন এর পুত্র কামরুল ইসলাম , মৃত রাজ্জাক এর পুত্র আনার আলী ,আনার আলীর পুত্র মোঃ কবির গনদের নামে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় , ছয়ঘরিয়া গ্রামের আলম সরদার তার বাড়ির পাশে নিজের একটি পুকুর দীর্ঘদিন যাবত মাছ চাষা করে আসছিল , প্রতিবছর পুকুরে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে , উক্ত বিবাদীরা পূর্বের শত্রু তার জেদ ধরে সম্পূর্ন হিংসাত্মকমূলক ভাবে রবিবার ১৫/১২/২০২৪ তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় বিবাদিরা পুকুরে বিষ প্রয়োগ করে অনুমান ১,৫০,০০০/- টাকার মাছ ক্ষতিসাধন করে। 8,743,881 total views, 4,223 views today |
|
|
|