শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশদের এ ভাতা প্রদান করা হয়।
ভাতা প্রদান অনুষ্ঠানে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. শাহীনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। অতিথি তার বক্তব্যের মাধ্যমে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য গ্রাম পুলিশদের নির্দেশ দেন। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের ১১৮ জন গ্রাম পুলিশের প্রত্যেককে ৮শ টাকা করে মোট ৯৪ হাজার ৪ শত টাকা ভাতা প্রদান করেন।