অক্টোবর ২৮, ২০২৪
তালায় সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে প্রবাসী স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ সৌদি থেকে পাঠানো ৯ লক্ষ টাকা আত্মসাৎ
তালা প্রতিনিধি : সৌদি প্রবাসী স্ত্রীর প্রায় ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পরকীয়ার প্রেমিকাকে বিয়ে করার ঘটনা জানাজানি হওয়ায় স্ত্রী হেনা খাতুনকে হত্যার চেষ্টা করেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বামী আবু অলীদ। ঘটনায় গুরুতর আহত হেনাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে তাঁর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে তালা সদরের মাঝিয়াড়া গ্রামে। হেনা ওই গ্রামের মীর্জা রিয়াজুল হক’র মেয়ে। অপরদিকে পাষন্ড স্বামী আবু অলীদ যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামের মো. শফি উদ্দীন সরদারের ছেলে। 8,402,126 total views, 545 views today |
|
|
|