অক্টোবর ১১, ২০২৪
শ্রীউলায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে গৃহবধূ হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক : মাদকাসক্ত স্বামীর পিটুনিতে মোছাঃ নাজমা খাতুন (২২) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। আহত মোছাঃ নাজমা খাতুনকে আশাশুনি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে মোঃ আবুল কাশেম সানার কন্যা নাজনা খাতুনের সাথে। ঘটনার বিবরনে জানা যায় ৭ বছর আগে আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের মোঃ আব্বাস গাজীর পুত্র মোঃ মিলন গাজী (৩০) এর সহিত বিবাহ হয়। বিবাহের কিছু দিন যেতেই যৌতুকের টাকার দাবিতে গৃহবধূ নাজমা খাতুন (২ কন্যা সন্তানের জননী) কে প্রায় সময় অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারধর করে। মাদকাসক্ত স্বামী মোঃ মিলন গাজী গৃহবধূ নাজমা খাতুনকে একাধিক বার মারপিটের কারণে স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে আসে। কিছুদিন অতিবাহিত হওয়ায় পরে স্বামী মিলন গাজী গৃহবধূ নাজমা খাতুনকে পরবর্তীতে কোন ধরনের নির্যন্ত করবে না বলে বুঝিয়ে শুনিয়ে স্বামীর বাড়িতে নিয়ে যায়। সর্বশেষ সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে মোঃ মিলন গাজী মাদক সেবন করার জন্য এলাকার মাদকসেবীদের বাড়িতে নিয়ে আসায় গৃহবধূ নাজমা খাতুন বাঁধা দিতে গিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারধর করতে থাকে। স্থানীয় লোকজন এসে উদ্ধার করে নাজমা খাতুনকে আশাশুনি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে এবং আশাশুনি থানায় অভিযোগ দায়ের করে। গৃহবধূ নাজমা খাতুন স্বামী মোঃ মিলন গাজীকে ১নং আসামি ও শ্বশুর আব্বাস গাজীকে ২নং আসামি করে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেছে। 8,573,194 total views, 964 views today |
|
|
|