জুন ২৭, ২০২৪
কয়রায় কোডেকের উদ্যোগে ইকোসিস্টেম ব্যবস্থাপনা উপর কর্মশালা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় ইকোসিস্টেম ব্যবস্থাপনা এবং পুনঃরুদ্ধারের উপর স্থানীয় সরকার ও স্টেকহোল্ডাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল ২৭ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রোলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় কোডেক এই কর্মশালার আয়োজন করে। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনুর রশিদ, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার পবিত্র কুমার বিশ্বাস, উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম ও কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ । অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার মোঃ রাসেল আমিন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 8,557,248 total views, 7,854 views today |
|
|
|