জুন ১৪, ২০২৪
গাবুরা ও বুড়িগোয়ালিনীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার নিলডুমুর ডাকবাংলো চত্বরে গ্রামিণফোনের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট বাস্তবায়নে এবং যুব রেড ক্রিসেন্ট শ্যামনগর উপজেলা টিমের সহযোগিতায়, গাবুরা ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার এবং গতকাল বৃহস্পতিবার পদ্মাপুকুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকতা (ইউএলও) হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন ও শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার আনিছুর রহমান মিলনসহ জেলা, উপজেলা পর্যায়ে যুব সদস্যরা। এসময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ৭ দিনের পরিমাণ ফুড প্যাকেজে ছিল চাউল৭.৫০০, ডাউল ১কেজি, সুজি৫০০, চিনি ১কেজি, তেল ১লিটার, লবন ৫০০ ও বিশুদ্ধ ২ লিটারের ১কেচ পানি দেওয়া হয়। 8,554,531 total views, 5,137 views today |
|
|
|