ফেব্রুয়ারি ৫, ২০২৫
সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি গার্লস হাইস্কুলে চড়–ইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
![]() নিজস্ব প্রতিনিধি : সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক চড়–ইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (৫ ফেব্রæয়ারি) বিদ্যালয়টির আমতলায় সবুজ চত্বরে বসেছিল আনন্দঘন সাংস্কৃতিক আসর। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনে মুখর ছিল গোটা দিন। নান্দনিক ও চিত্তাকর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর সোহেল রানা, পরিদর্শক সাগর হোসেন, হাসানুজ্জামান, মর্জিনা খাতুন, বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য মো. মোশারাফ হোসেন, মুন্নাফ মন্ডল, মিয়ারাজ হোসেন, রবিন্দ্র কর্মকার, আলতাফ হোসেন, আব্দুল মান্নান, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মুকুল হোসেন, সাংবাদিক জিএম আমিনুল হক, শামিম রেজা রাজু প্রমুখ। ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, গীতা রানী সাহা, দেবব্রত ঘোষ, আসমাতারা জাহান, খালেদা খাতুন, ভানুবতী সরকার, অরুন কুমার মন্ডল, মৃনাল কুমার বিশ্বাস, শাহানার খাতুন, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন্নেছা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ শিক্ষার্থীদের নিজ নিজ উদ্ভাবনী শক্তি ও পারদর্শিতাকে কাজে লাগিয়ে জীবনের লক্ষ্য পূরণে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার আহŸান জানান। 9,123,867 total views, 10,831 views today |
|
|
|