ফেব্রুয়ারি ৫, ২০২৫
সাতক্ষীরায় অবৈধ-ফিটনেস বিহীন কোন যানবহন চলবে না: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আর অবৈধ এবং ফিটনেস বিহীন কোন যানবহন চলবে না বলে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন শহরের মধ্যে যত্রতত্র পরিবহন ও যাত্রীবাহী বাস দাড়িয়ে লোকজন ওঠানো নামাতে পারবে না এছাড়া শহরে যানজট কমাতে নসিমন-করিমন-ভটভটি বন্ধে ব্যর্থতা দেখতে চাইনা উল্লেখ করে বলেন স্বাধীন শব্দটা আসলেই পরাধীন। আমাদের দেশে সবযায়গায় জবর দখলের চেস্টা এবং সবকিছুতেই ব্যপ্তয় করে চলার প্রতিযোগীতা রয়েছে। রাস্তায় গাড়ী চললে অবশ্যই রুট পারমিট থাকতে হবে এছাড়া কোন যানবহন চলাচল করতে পারবে না। যানজট কমাতে বাস স্টান্ড থেকে বাস ছেড়ে শহরের মধ্যে কোন স্টপিজে বাস দাড়াতে পারবেনা। কোন লোডিং ট্রাক দিনের বেলায় শহরে প্রবেশ করতে পারবেনা। এর ব্যতিক্রম হলে মোবাইল কোর্ট করে সেটি বাজেয়াপ্ত করার সীদ্ধান্ত নিতে এডিএম ও বিআরটিএ সহকারী পরিচালককে নির্দেশনা দিয়েছেন 9,124,292 total views, 195 views today |
|
|
|