ফেব্রুয়ারি ২, ২০২৫
শিশু ধর্ষন মামলার আসামী আব্দুল্লাহ গ্রেফতার
![]() নিজস্ব প্রতিনিধি : শিশু ধর্ষন মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় সাতক্ষীরা সদর সার্কেল মোঃ আমিনুর রহমানের সার্বিক সহযোগিতায় আমার নেতৃত্বে সাতক্ষীরা থানার এসআই (নিঃ) সাকিল জোয়ার্দ্দার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৬ বছরের শিশু ধর্ষন মামলার আসামী সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের আনার উদ্দিন সরদারের ছেলে আব্দুল্লাহকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় হতে ২ ফেব্রুয়ারি রবিবার দুপুর তিনটার দিকে আটক করা হয়। সাতক্ষীরা থানায় মামলা নং-৪৪, তারিখ- ২৭ জানুয়ারি, ২০২৫; জি আর নং-৪৪। আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য যে ২৬ জানুয়ারি রবিবার বেলা ১২ টার দিকে স্কুল থেকে বাড়ী আসার পর ভাত খেয়ে পার্শবর্তী বাড়ীর (আসামীর) উঠানে যায় শিশুটি। তখন আসামীর বাড়ীতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ প্রথম শ্রেনীতে পড়ুয়া ওই শিশুকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে হাত পা বেধে মুখ চেপে ধর্ষন করে। এহ ঘটনার পরদিন মেয়ের পিতা বাদি হয়ে ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা দায়ের করেন। 9,115,352 total views, 2,316 views today |
|
|
|