ফেব্রুয়ারি ১, ২০২৫
দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটায় আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার সন্ধ্যায় পারুলিয়া বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিতি ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ,সাবেক সহ-সভাপতি হামিদুল হক শামিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আছাদুল হক সহ সভাপতি সরোয়ার হোসেন, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম সহ ৫ ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 9,123,904 total views, 10,868 views today |
|
|
|