ফেব্রুয়ারি ২, ২০২৫
দেবহাটায় দেবীশহরে ইটের ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
![]() কুলিয়া (দেবহাটা ) প্রতিনিধি : দেবহাটা উপজেলা দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইটের ট্রলির চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮.৫০ টায় দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় উপর। মৃত্যু ছাত্রীর নাম মারিয়া সুলতানা মিম (৮)। সে নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন এর কন্যা। ঘাতক ট্রলি চালক হাদিপুর গ্রামের শেখ আনিছুর ইসলামের ছেলে শেখ মনিরুল ইসলাম। দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানা খাতুন জানান, আমার ছাত্রী মারিয়া সুলতানা মিম প্রতিদিনের ন্যায় আমাদের বিদ্যালয়ে আসে, সেই সুবাদে বাড়ি থেকে আসার পথে বিদ্যালয়ের নিকটবর্তী আসা মাত্র ইট বোঝাই ট্রলির ধাক্কায় পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন স্থানীয়রা ট্রলি চালককে আটক করে আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মুন্নাকে আটক করে। পরবর্তীতে পরিবারের কোন দাবি না থাকায় সাধারণ ময়না তদন্ত করে তাকে দাফন সম্পর্ন করা হয়। 9,115,485 total views, 2,449 views today |
|
|
|