ফেব্রুয়ারি ১, ২০২৫
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের বই বিক্রি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (১ ফেব্রæয়ারী) সখিপুর মোড়ে ইউনিয়ন বাসির ব্যানারে এ মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর মোড় বাজার সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, সাবেক শিক্ষার্থী রুহুল আমিন, এলাকাবাসির পক্ষে আব্দুর রহমান প্রমুখ। এসময় বক্তরা সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রি, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগ করেন। একই সাথে প্রধান শিক্ষক শেখ তৌহিদুজ্জামান তোহিদ ও তার সহযোগী পিওন ফারুক হোসেনকে অপসারনের দাবি জানান আন্দোলনকারীরা। 9,171,354 total views, 1,349 views today |
|
|
|