ফেব্রুয়ারি ২, ২০২৫
তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন
![]() নিজস্ব প্রতিবেদক : খাদ্য হোক নিরাপদ সুস্থ্য থাকুক জনগণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তালা যথাযথ মর্যাদায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আয়োজন তালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার ক্রেডিট কোর্ডিনেটর গোলাম আজম, স্মার্ট প্রকল্পের এসএম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক শেখ পারভেজ প্রমুখ। অনুষ্ঠান শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। 9,124,488 total views, 391 views today |
|
|
|