নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদরাসার হলরুমে ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সাহিত্য সম্পাদক মতিউর রহমান।
পূর্ব শাখার সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো: ফয়সাল হুসাইন, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী প্রমুখ। এ সময় উপজেলার ১২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হয়।