ফেব্রুয়ারি ৩, ২০২৫
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা
![]() নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার সকাল থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে চারজন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আ: মান্নান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় উপজেলার গোপীনাথপুর গ্রামের আতাহার আলীর পুত্র জাহাঙ্গীর তালুকদার, আনসার সানার পুত্র স¤্রাট সানা, সবুর সরদারের পুত্র ইউসুপ সরদারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পৌরসভার অভ্যন্তরে বিনা অনুমতিতে শব্দ দূষণ সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৯ ধারা মোতাবেক উপজেলার জালালাবাদ গ্রামের ফজলুর রহমানের পুত্র লাভলু রহমানকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম। এ সময় সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা ও কলারোয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন বলে জানা যায়। 9,111,204 total views, 15,343 views today |
|
|
|