ফেব্রুয়ারি ১, ২০২৫
কলারোয়ার চন্দনপুরে ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে কলারোয়া নিউজ একাদশের জয়
![]() বি এম পলাশ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর প্রিমিয়ার ক্রিকেট লিগে (সিপিএল) উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে কলারোয়া নিউজ ক্রিকেট একাদশ। শুক্রবার বিকেলে কলারোয়ার চন্দনপুর ফুটবল মাঠে আরএন প্রগতি সংঘ আয়োজিত সিপিএলের উদ্বোধনী ম্যাচে এসএম সুপার শপ ক্রিকেট একাদশকে ২ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় কলারোয়া নিউজ ক্রিকেট একাদশ। ম্যাচের শুরুতে টসে জিতে সুপার শপের অধিনায়ক শরিফুল ইসলাম ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে সুমন হোসেনের নেতৃত্বে কলারোয়া নিউজ একাদশের টিম ব্যাট হাতে শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কলারোয়া নিউজ ক্রিকেট একাদশের মিলন হোসেন। আম্পিয়ারের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম ও নাঈম হোসেন। এর আগে সিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্রিকেট সংগঠক মাস্টার ইদ্রিস আলী, কলারোয়া নিউজের উপদেষ্টা প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু ও প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, প্রচার সম্পাদক ইয়াসিন আলী, যুবদল আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব গাজী শফিকুল আলম, কলারোয়া নিউজ এর মেন্টর বায়েজিদ হোসেন, প্রকাশক আরিফ মাহমুদ, সম্পাদক আবু রায়হান মিকাইল, স্টাফ রিপোর্টার সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন প্রমুখ। এ সময় অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন। 9,111,479 total views, 15,618 views today |
|
|
|