ফেব্রুয়ারি ২, ২০২৫
আশাশুনিতে সাবেক মেম্বারের বিরুদ্ধে দৃষ্টিহীনের জমি দখল ও অন্যের মৎস্য ঘের জবর দখল চেষ্টার অভিযোগ
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় সাবেক মেম্বারের বিরুদ্ধে দৃষ্টিহীন বৃদ্ধের জমি দখল ও অন্যের পৈত্রিক জমির মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লাঙ্গলদাড়িয়া গ্রামের আবু সাদেক মল্লিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন। 9,111,719 total views, 15,858 views today |
|
|
|