কৃষ্ণনগর প্রতিনিধি : কালিগঞ্জ কৃষ্ণনগরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৬ই জানুয়ারি সকাল ১০টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হল রুমে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আইয়ুব হাসান শংকরপুর, পবিত্র গীতা পাঠ করেন বাবু নির্মাল কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সমন্বয়ক মারুফ বিল্লাহ। সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী বাক্স গাইন, মাস্টার রফিকুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সচিব রাজ বিহারি রায়, এনজিও প্রতিনিধি আবু আলম, প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, ইউপি সদস্য জবেদ আলী, নুর হোসেন, জিএম ফজলুল রহমান, আব্দুল গফফার, ইউপি সদস্যা সাজিদা পারভীন, নাদিরা পারভীন, জামাত ইসলামীর পক্ষ ডা. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাস্তবায়ন করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসন।
8,911,869 total views, 1,142 views today