Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫। রবিবার (২৬ জানুয়ারি) সকালে ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। আজ অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ। ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি গ্রæপে ৯টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে বস্তা দৌড়, সুচে সুতা পরানো, মার্বেল দৌড়, পাখির বাসা বদল, মাথায় ফুলানো বেলুন রেখে বল কুড়ানো, চেয়ার সিটিং ও গামলায় পানিতে বেলুন ফাটানো প্রতিযোগিতা ছিল আকর্ষণীয়।
বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূন্য উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সাংবাদিক এমএ মাজেদ, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক খালেদা খাতুন, শামীমা আক্তার, আসমাতারা জাহান, ভানুবতী সরকার ও শাহানারা খাতুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version