Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় শীতার্ত মানুষের মাঝে পুলিশের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) পুলিশ লাইন্স ড্রিলসেডে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকার গরীব, দুস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version