Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পি, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।

কাবাডি প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version