Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে বৃদ্ধের মাথা দ্বিখন্ডিত

উপকূলীয় প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রশিদ গাজী (৬০) এক বৃদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছন্ন হয়ে মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

ঘটনাস্থল থেকে স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, রাতে যশোরের শহরতলী পুলেরহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন নিহত আব্দুর রশিদ গাজী। যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version