Site icon suprovatsatkhira.com

দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরামর্শ সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী, সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক ও ভিডিসির সভাপতি লিটন ঘোষ বাপি, উত্তরণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। মাল্টিমিডিয়ার মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মনিটরিং অফিসার শরিফুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিও মিজানুর রহমান।
সভায় অংশগ্রহনকারীরা দেবহাটা উপজেলা বিভিন্ন কর্মকান্ড এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version