কুলিয়া দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়নের টিকেট রঘুনাথপুর বায়নদার মৎস্য ঘেরের জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগী হিজলডাংগা গ্রামের মৃত সুখ বিলাস সরকারের ছেলে সঞ্জয় সরকার ও একই গ্রামের মৃত কৃষ্ণপদ সরকার নারায়ন সরকার দিং বাদী হইয়া টিকেট, সুবর্ণাবাদ গ্রামের মৃত আখের গাজীর ছেলে সালাম গাজীর নামে ১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রঘুনাথপুর মৌজার খতিয়ান নং -১৮৭, বি, আর, এস, খতিয়ান নং -৬৩৪, ১৩৯৫, ১৩৯৪, ১৪৮৮, সহ ১০ দাগে মোট জমির পরিমাণ ০৮ একর ৫৬ শতক। অভিযোগ কারীদের শরীকদের কাছ থেকে উক্ত ১০ দাগের জমি হতে ৫০ শতক জমি বিবাদী সালাম গাজী ক্রয় করে। তার পর থেকে অন্যান্য জমির মালিকেরা এক সাথে দীর্ঘদিন যাবত মৎস্য চাষ করে আসিতেছে। গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিবাদী সালাম গাজী জমির অন্যান্য মালিক দের সাথে আলোচনা না করিয়া নিজের ইচ্ছা মতো ১০ দাগের ক্রয় কৃত ৫০ শতক জমি এক দাগে গায়ের জোরে দখল করে নিচ্ছে। এব্যাপারে অভিযোগ কারী সঞ্জয় সরকার বলেন, আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বলে বিবাদী সালাম গাজী জোর করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। উক্ত জমিতে আমাদের ঘেরের পানি উঠা নামা করে। এই দাগের জমি সালাম গাজী নিলে আমাদের ঘেরের পানি উঠা নামার অসুবিধা হবে। এছাড়া তিনি ১০ দাগে ৫০ শতক জমি ক্রয় করে জোর পূর্বক এক দাগে ৫০ শতক জমি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে বিবাদী সালাম গাজী বলেন, এযাবৎ সবাই মিলে এক সঙ্গে ঘের করে আসছিলাম কিন্তু আমার অংশের ৫০ শতক জমিতে ভেড়ী বাঁধ দেওয়ার সময় অন্যান্য জমির মালিকদের ডাকলে আসেনি। এব্যাপারে ১নং কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ কুমার বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, উভয় পক্ষকে ডেকে মিমাংসা করা হবে।
কুলিয়া হিজলডাংগায় জোর পূর্বক জমি দখলের চেষ্টায় চেয়ারম্যান বরাবর অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/