জানুয়ারি ৮, ২০২৫
কালিগঞ্জে আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
নিজস্ব প্রতিনিধি : ‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন এর আয়োজনে সেকেন্দার নগর চৌমুহনী রংধনু কমপ্লেক্স ভবনে আট দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হযেছে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাত ৯টায় কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এসএএম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, খেলা মাদক থেকে দূরে সরিয়ে রাখে। যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে খেলার কোন বিকল্প নেই। তিনি আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সেকেন্দার নগর বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ খাইরুল বাশার প্রমুখ। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় আব্দুর রহমান ও কামরুল জুটিকে পরাজিত করে মিরাজ হোসেন ও তারেক জুটি চ্যাম্পিয়ন হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন কালিগঞ্জ যুব ফাউন্ডেশনের আহŸায়ক নুর আলম। 8,911,558 total views, 831 views today |
|
|
|