Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা রোমেলকে কারণ দর্শানোর নোটিশ

কলারোয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলারোয়ার সাবেক সাধারণ সম্পাদক খালেদ মঞ্জুর রোমেলকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়-তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ প্রতীয়মান হওয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তাকে এ কারণ দর্শানো নোটিশ করা হয়। দলীয় প্যাডে দেওয়া প্রেস রিলিজে আরো জানানো হয় তার বিরুদ্ধে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তার উপযুক্ত জবাব আগামী ৭দিনের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বরাবর প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version