Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত না করে অনিয়মতান্ত্রিকভাবে গঠিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিল সদরের বটতলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপু।
ছাত্র দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, তারিকুল ইসলাম সজল, তারেক পরিষদের সভাপতি জিএম খালিদ মাহমুদ, তাঁতী দল নেতা আব্দুল হাদি, যুবদল নেতা হাসিমুজ্জামান হাশেম, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, ইকবাল হোসেন লালু প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অমান্য করে আশাশুনি বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে চলেছেন। কিন্তু কমিটিতে দুঃসময়ে দল থেকে পদত্যাগকারী ও আওয়ামী পন্থীদের অন্তর্ভূক্ত করা হয়েছে। এ পকেট কমিটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সহ দলীয় ঐক্য বিনষ্ট করছে। তাই অবিলম্বে দলীয় সিদ্ধান্ত মোতাবেক হাইব্রিড অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভূক্ত করার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তী কমিটি গঠনের সময় কঠিন ভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version