জানুয়ারি ৮, ২০২৫
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪টা থেকে শহরের সরদার পাড়া মোড়, খুলনা রোড মোড়, থানা মোড়সহ জনাকীর্ণ জায়গায় উক্ত কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তৌফিকুজ্জামান লিটু, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এ বি এম সেলিম। বক্তারা বলেন, আমাদের সংগঠনের পথচলা খুব বেশিদিন হয়নি। তবুও আমরা আমাদের সংগঠনের মাধ্যমে মানবিক ও সমাজ সেবামূলক কাজে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি। আমাদের সংগঠনের ¯েøাগানই হচ্ছে “অধিকার বঞ্চিত মানুষের পাশে” সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বক্তারা আরো বলেন, প্রতি বছর শীত আসে আবার শীত চলেও যায়। এরই মাঝে সমাজের নিন্ম ও অসহায় শ্রেণির খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করে। শীত নিবারণের জন্য তাদের কোনো ব্যবস্থা থাকে না। তাই এই তীব্র শীতে সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের উচিৎ এ অসহায় ও দুঃস্থ শ্রেণির মানুষের পাশে দাড়ানো। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, সদর শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, কার্যকরী সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার সৈয়দ আব্দুস সালাম পান্না, সদস্য ও দৈনিক আজকের জনবানী পত্রিকার ব্যুরো চিফ মোঃ আতিয়ার রহমান, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। 8,911,146 total views, 419 views today |
|
|
|