নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় তারুণ্যের অঙ্গিকার,দেশ হবে জনতার ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশ গনঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে গতিশীল আনতে খাজরা ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) বাংলাদেশ যুব অধিকার পরিষদের আশাশুনি উপজেলা শাখার সাধারন সম্পাদক আরএইচ আসাদ রানা ও সভাপতি নাছিম রাজুর যৌথ স্বাক্ষরিত পত্র মারফত আগামী ১ বছরের জন্য এ ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের খাজরা ইউনিয়ন কমিটিতে সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সুজন খাঁ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পি শাহ, দপ্তর সম্পাদক মোঃ রাজা সরদার,উপ-দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আলমগীর সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফিরোজ সানাসহ সর্বমোট ৫২সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের আশাশুনি উপজেলা শাখার সাধারন সম্পাদক আরএইচ আসাদ রানা খাজরা ইউনিয়ন কমিটি সুষ্ঠু ও সুন্দরভাবে গঠন সম্পন্ন হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন।