জানুয়ারি ২৯, ২০২৫
সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে নিবন্ধন শাখার মহাপরিদর্শক বরাবর অভিযোগ
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মো: সাইফুল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে ঘুষ, দূর্ণীতি, অনিয়ম, নারী নকল নবিশদের হয়রানি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি আবেদ আলী নামের একজন ব্যক্তি নিবন্ধন শাখার মহাপরিদর্শক বরাবর বাচ্চু’র দুর্নীতি ও অনিয়মের বিচার চেয়ে অভিযোগ করেছেন। তবে এবিষয়ে অভিযোগ করেও কর্তৃপক্ষে ইতিবাচক সাড়া মেলেনি। অভিযোগ সূত্রে জানা গেছে, নকলনবিশ থেকে আসা অফিস সহকারি পদে য়োগদানের পরেসাইফুল ইসলাম বাচ্চু কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ সাল থেকে জেলা রেজিষ্ট্রার অফিস, জেলা ৭টি সাব-রেজিষ্ট্রি অফিস একায় নিয়ন্ত্রণ করেন। জেলা ৭টি অফিস থেকে গড়ে মাসে ৪০০০ হাজার দলিল রেজিষ্ট্রি হয় এতে বাচ্চু দলিল প্রতি নেন ২’শ টাকা, মাসে ৩ হাজার নকলে নেন নকল প্রতি ১৫০ টাকা করে। প্রতি মাসে পরির্শনে অফিস প্রতি দিতে হয় লাখ টাকা, ৩০ জন কর্মচারিকে প্রতিমাসে বাচ্চু বাবদ দিতে হয় ৫ হাজার টাকা করে। 9,098,827 total views, 2,966 views today |
|
|
|