Site icon suprovatsatkhira.com

সর্বপ্রকার অপরাধ নির্মূলে সকলকে সজাগ থাকবে হবে-ওসি সবজেল হোসেন

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সকল প্রকার অপরাধ প্রবনতার বিষয়ে সোচ্চার পদক্ষেপ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেছেন ওসি মোঃ সবজেল হোসেন।

বুধবার দুপুরে থানা চত্বরে আয়োজিত ব্রিফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেন থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। এসময়ে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, এসপি স্যারের নির্দেশ যার যার নিজ এলাকায় মাদক, বাল্য বিবাহ, জুয়া সহ সর্বপ্রকার অপরাধ নির্মলে সকলকে সজাগ থাকবে হবে।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার বৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version