এস, এম, মোস্তফা কামালঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহমান। তিনি একাধারে ৩ বার উপজেলা আমীর নির্বাচিত হলেন।
৭ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক রুকন সম্মেলনে রুকনদের গোপন ভোট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, শ্যামনগরের সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সহকারী মাওলানা রুহুল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলার ৪৪৯ জন রুকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রুকনদের গোপন ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উপজেলা আমীর পূনরায় নির্বাচিত হন মাওলানা আব্দুর রহমান। তিনি হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন(মাধ্যমিক বিদ্যালয়) এর ধর্মীয় শিক্ষক।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর হলেন আব্দুর রহমান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/